শক্রবার ১৯ সেপ্টেম্বার ২০২৫ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
আইন

এক লক্ষ সত্তর হাজার পিস ইয়াবা, ০১টি স্মার্টফোন ও ০২টি বাটন ফোনসহ হাতেনাতে গ্রেফতার-৩

নিউজ ডেস্কঃ ১৬ সেপ্টেম্বার ২০২৫ ১২:০০ পি.এম

তিন জন মাদক কারবারীকে গ্রেফতার করেছেঃ র‍্যাব-১৫ তিন জন মাদক কারবারীকে গ্রেফতার করেছেঃ র‍্যাব-১৫

কক্সবাজারের টেকনাফ থানাধীন সদর ইউপিস্থ ছোট হাবিব পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ১৭০,০০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ০৩ (তিন) জন মাদক কারবারীকে গ্রেফতার করেছেঃ র‍্যাব-১৫। র‍্যাবের ক্রমাগত মাদক বিরোধী অভিযান এবং চলমান গোয়েন্দা তৎপরতায় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, টেকনাফ থানাধীন ০৩ নং সদর ইউপিস্থ ০৭ নং ওয়ার্ড অন্তর্গত ছোট হাবিব পাড়া এলাকায় কিছু মাদক কারবারি বিপুল পরিমান ইয়াবাসহ অন্যত্র নেওয়ার উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে ১৪ সেপ্টেম্বর ২০২৫ খ্রিঃ তারিখ বিকালে র‍্যাব-১৫, সিপিসি-১, (টেকনাফ ক্যাম্প) এর চৌকস আভিযানিক দল বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করে হাসিনার মায়ের বসত বাড়ীর টিন সেড বিল্ডিং এর ভিতর থেকে ইসমত আরা, মোঃ আবদুর রহিম ও শামীনারা বেগম তিনজন মাদক কারবারীকে ১৭০,০০০/-(এক লক্ষ সত্তর হাজার) পিস ইয়াবা, ০১টি স্মার্টফোন ও ০২টি বাটন ফোনসহ হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়। অভিযানকালীন সময়ে ধৃত আসামীদের সহযোগী আসামী মোঃ হাসান (২৪) উক্ত স্থান হতে দৌড়ে পালিয়ে যেতে সক্ষম হয়। গ্রেফতারকৃত মাদক কারবারীদের বিস্তারিতঃ ক। ইসমত আরা(২৪) (পুরাতন রোহিঙ্গা), পিতা-মোঃ সালাম, স্বামী-মোঃ হাছান, মাতা-আনোয়ারা বেগম, সাং-কুতু পালং, ক্যাম্প এ/১, থানা-উখিয়া, জেলা- কক্সবাজার। খ। মোঃ আবদুর রহিম (৩০), পিতা-মোঃ হাসান, মাতা-শাহাজাহান বেগম, সাং-রইক্ষ্যং, মধ্য হ্নীলা গ। শামীনারা বেগম (৩৬), পিতা-মোঃ ইউনুছ, মাতা- আঞ্জুমা খাতুন, প্রঃ হাসিনার মা, স্বামী-মোঃ একরাম, সাং- হাবিব পাড়া, ০৭ নং- ওয়ার্ড, সদর ইউপি, উভয়থানা- টেকনাফ, জেলা কক্সবাজার। ৩। উদ্ধারকৃত ইয়াবাসহ গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।


এই সম্পর্কিত আরও খবর

আরও পড়ুন